সিআইডির অভিযানে আটক জিনের বাদশা

মুঠোফোনে পুরস্কারের লোভ দেখিয়ে, কখনো আবার জিনের বাদশা সেজে প্রতারণা করে আসা একটি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

অর্গানাইজড ক্রাইম ইউনিটের ইকোনোমিক ক্রাইম স্কোয়াডের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃত জমিল হোসেন ওরফে আজিম হুজুর (৩০) ফরিদপুর জেলার মধুখালী থানার ডুমাইন পশ্চিম পাড়া গ্রামের মৃত তৈয়ব আলী শেখের ছেলে।

সিআইডি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জমিল হোসেন সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। চক্রটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন নামের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ/সৃজন করে নতুন সিম ক্রয় এবং বিকাশ অ্যাকাউন্ট খোলে। তারা সাধারণ মানুষকে ফোন দিয়ে লোভনীয়/আকর্ষণীয় পুরষ্কারের প্রলোভন দেখিয়ে প্রতারণা চালিয়ে আসছিল। আবার কখনও জিনের বাদশা সেজে বিকাশ অ্যাকাউন্ট এর মাধ্যমে টাকা আদায় করতো।

সম্প্রতি প্রতারক চক্রটি জনৈক শিমুল মাহমুদের মোবাইল নাম্বারে মেসেজের মাধ্যমে জানায় যে তিনি গোল্ডেন অফারের গ্রাহক হিসেবে ২,২০,০০০ টাকা পুরস্কার পেয়েছে। এই পুরস্কারের টাকা পেতে হলে তাকে ৫০,০০০ টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে হবে। ভিকটিম প্রলোভিত হয়ে ৪৪,০০০ টাকা প্রদান করে প্রতারিত হয়। পরে তিনি গুলশান (ডিএমপি) থানায় একটি মামলা রুজু করেন।

মামলার তদন্তভার সিআইডি গ্রহণ করার পর বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত চক্রের সদস্যকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে সিআইডির অভিযান চলবে বলে জানিয়েছেন মামলাটির তদন্ত কর্মকর্তা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *