২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক নিউজ : রাউজানে উত্তর সর্ত্তা গ্রামের গাউসুল আযম পীরানে পীর দস্তগীর সৈয়দ মহিউদ্দীন হযরত আব্দুল কাদের জিলানী (রাহঃ) এর বার্ষিক ওরশ আজ ১৯ ফেব্রুয়ারি বুধবার।
এ উপলক্ষে উত্তর সর্ত্তা দরগাহ বাজার সংলগ্ন ফুলতলা এলাকায় বিভিন্ন কর্মসূচি পালনের উদ্দ্যেগ নিয়েছে ওরশ আয়োজন কমিটি। এর মধ্যে বাদে আসর কোরআন তেলোয়াত,বাদে মাগরিব গাউসে পাকের জীবিনী নিয়ে আলোচনা, বাদে এশায় আখেরী মুনাজাত এবং সর্বশেষে আগত ভক্তদের মাঝে তবরুক বিতরণ করা হবে।
এতে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে ওরশে শরিক হওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন ফুলতলা ওরশ পরিচালনা কমিটি।
Leave a Reply