গোপনাঙ্গে কামড় দিয়ে নিষিদ্ধ ফরাসি ফুটবলার

ফ্রান্সের দ্বিতীয় বিভাগ ফুটবলে ঘটে গেলো এক বিরল ঘটনা। এমন ঘটনা ফুটবল ইতিহাসে আর ঘটেছে বলেও মনে হয়না। উত্তেজনার বশবর্তী হয়ে এক ফুটবলার কামড়ে ধরলেন অন্য আরেকজনের গোপনাঙ্গ!

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, গত বছরের ১৭ নভেম্বর স্থানীয় টুর্নামেন্টের ম্যাচে খেলছিল টারভিল এবং সটরিচ। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। কিন্তু ম্যাচের পরে দুই দলের খেলোয়াড়রা মারামারিতে জড়িয়ে পড়েন।

ম্যাচ শেষে স্টেডিয়ামের কার পার্কিং অঞ্চলে টারভিল ও সটরিচের দুই খেলোয়াড় কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকলে টারভিলের এক খেলোয়াড় এগিয়ে আসেন তাদের থামানোর জন্য। কিন্তু উল্টো সটরিচের খেলোয়াড় মেজাজ হারিয়ে টারভিলের দ্বিতীয় খেলোয়াড়ের গোপনাঙ্গে কামড় দিয়ে বসেন। কামড়ের তীব্রতা এতোই বেশি ছিলো, টারভিলের সে খেলোয়াড়কে আক্রান্ত স্থানে ১০টি সেলাই দিতে হয়েছে এবং চারদিন পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে হয়েছিল।

সে ঘটনার সূত্র ধরেই পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে সটরিচের খেলোয়াড়কে। এছাড়া টারভিলের কামড় খাওয়া ফুটবলারকেও দেয়া হয়েছে ছয় মাসের নিষেধাজ্ঞা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *