বান্দরবানের লামা উপজেলায় একটি বন্দুক ও ধারালো ছুরিসহ আবুল হোসেন (৩২) নামের এক মিয়ানমার নাগরিককে আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার সকালে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি লুলাইং বাংলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আবুল হোসেন লুলাইং বাংলা বাজার এলাকার আবদুল হামিদের ছেলে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় সেনাবাহিনীর একটি টহল দল মঙ্গলবার সকাল ৬টার দিকে লুলাইং বাংলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় একটি দেশিয় তৈরি কাটা বন্দুক ও একটি ধারালো ছুরিসহ আবুল হোসেনকে তার নিজ বাড়ী থেকে আটক করা হয়। প্রাথমিক জিঙ্গাসাবাদের পর আটককৃতকে পুলিশে সোপর্দ করেন সেনাবাহিনী।
আগ্নেয়াস্ত্রসহ এক মিয়ানমার নাগরিককে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply