২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং নগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
তিনি আজ বৃহস্পতিবার এক বাণীতে বলেন একুশে ফেব্রুয়ারি বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসের সাথে ওতো প্রতোভাবে জড়িয়ে আছে। ৪৭ এর দ্বি-জাতিতত্বের ভিত্তিতে দেশ ভাগ ও ৫২ এ উর্দূকে বাংলার রাষ্ট্রভাষা করার চক্রান্তের মধ্য দিয়ে সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে বাঙালী জাতির অস্তিত্বকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছিলো।
তখনকার ছাত্র-সমাজ বুদ্ধিজীবীরা এই অপচেষ্টাকে রুখে দাড়িয়েছিলো। যা পরবর্তীতে মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতা সংগ্রামে রূপলাভ করে। যার পরিনতিতে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি।
মেয়র স্বাধীন এই রাষ্ট্রকে ২০২১ সালের মধ্যে প্রধানমন্ত্রীর স্বপ্নের মধ্যম আয়ের ও ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সকল নাগরিককে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন।
Leave a Reply