পাহাড় কর্তন : বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষতিপুরণ আরোপ

ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষতিপূরণ আরোপ

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন একটি প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান ‘মেসার্স ইউনাইটেড বিল্ডার্স’র বিরুদ্ধে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরোপ করেছে পরিবেশ অধিদপ্তর।

‘এশিয়ান ওমেন ইউনিভার্সিটি-৩৩/১১ কেভি, ২x২০/২৬ এমভিএ, জিআইএস’ শীর্ষক প্রকল্পটি বাস্তবাযন করতে গিয়ে সরকারি কোন অনুমতি ছাড়ায় পাহাড় কর্তনের অভিযোগ উঠে ঠিকাদারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি নির্ধারিত শুনানীর দিনে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, চট্টগ্রাম জোনের নির্বাহী প্রকৌশলী সুমন্ত দেবনাথ, সহকারী প্রকৌশলী মুহা. আশরাফ উদ্দিন তালুকদার ও ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে মোহাম্মদ জহিরুল ইসলাম উপস্থিত হলে এ ক্ষতিপূরণ আরোপ করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, গত ২ ফেব্রুয়ারি নগরীর পাঁচলাইশ থানার জালালাবাদ মৌজার দাগ নং-৭৭৬ তে বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মান প্রকল্প সরেজমিন পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের কর্মকর্তারা। এসময় পাহাড় কর্তনের সত্যতা পাওয়া যায়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শুনানীর নোটিশ প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার নির্ধারিত শুনানীকালে ঠিকাদারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *