নষ্ট পশু ও মৎস্যখাদ্য মাটি থেকে উত্তোলন করে বিক্রির চেষ্টা : ৩ জনকে জরিমানা

জরিমানা করল র‌্যাব

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের হালিশহর আব্দুর রহমান ডিপো এলাকায় অভিযান চালিয়ে ৩ ব্যাক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন সময় কাস্টমস কর্তৃক ধ্বংস করে মাটি চাপা দেওয়া মেয়াদ উত্তীর্ণ নষ্ট পশু ও মৎস্যখাদ্য ফের মাটি থেকে উত্তোলন করে বিক্রির চেষ্টা করায় তাদেরকে জরিমানা করে র‌্যাব।

আজ বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি র‌্যাবের অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার।

অভিযানে দেখা যায়, ২০১৯ সালের ১৯ ডিসেম্বর চট্টগ্রাম কাস্টমস কর্তৃক সংশ্লিষ্ট সকল সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ১৯৪ কন্টেইনার মেয়াদে উত্তীর্ণ পণ্য মাটিচাপা দেয়া হয়। যার মধ্যে আনুমানিক ২,৮০০ টন পোল্ট্রি ও মাছের খাবার। এসব নষ্ট পণ্য একটি চোরাকারবারী চক্র ফের উত্তোলন করে পূণরায় বিক্রি করে আসছিল।জরিমানা করল র‌্যাব

র‌্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযানটি পরিচালিত হয়।

তিনি বলেন,ধ্বংস করে মাটি চাপা দেওয়া মেয়াদ উত্তীর্ণ নষ্ট পশু ও মৎস্যখাদ্য ফের মাটি থেকে উত্তোলন করে বিক্রি করায় তিন জনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

এরমধ্যে মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুদ ও বিক্রির অপরাধে জায়গার মালিক এম এম ফয়সালকে ১ লক্ষ ৮০ হাজার টাকা, নষ্ট পণ্য বিক্রিকারী মো. ইয়াছিন প্রকাশ নয়নকে ১ লক্ষ টাকা এবং সহযোগী মো. জাহেদকে ২০ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তাছাড়া অভিযানের সময় আনুমানিক ২০ হাজার কেজি মেয়াদ উত্তীর্ণ পশু ও মৎস্য খাদ্য জব্দ করা হয়। জব্দকৃত আলামত নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর উপস্থিতিতে ফের ধ্বংস করা হয়েছে বলে জানালেন র‌্যাবের এ কর্মকর্তা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *