‘একুশের রক্তঝরা পথ থেকে আমরা আত্মত্যাগের শিক্ষা নেব’

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আত্ম মর্যাদা বিবেক রক্ষায় ভাষা আন্দোলন আমাদের একটি সামাজিক শক্তি। এই পথ ধরে মুক্তিযুদ্ধ হয়েছে। একুশের রক্তঝরা পথ থেকে আমরা আত্মত্যাগের শিক্ষা নেব। যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তারা আমাদের রাজনৈতিক ও সামাজিক শক্তি। তাদের পথ ধরেই উন্নয়নের সামাজিক ও বর্তমান অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

আজ টিআইসি চত্বরে মহান একুশ স্মরণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথাগুলো বলেন।

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন সিটি কর্পোরেশন মেয়র পদপ্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী বলেন, আমি সকলের ভালবাসায় সমন্বিত উদ্যোগে চট্টগ্রামবাসীর সেবা নিশ্চিত করবো। প্রাকৃতির অপরূপ সৌন্দর্য্যের চট্টগ্রাম আবারও তার প্রাকৃতিক রূপ ফিরে পেতে আর্থ সামাজিক ও পরিচ্ছন্ন ব্যবস্থাপনা বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করব।

সভার সভাপতি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, একুশের উদ্দীপ্ত চেতনায় বাঙালির চিরায়িত বহমান সংস্কৃতিকে সমৃদ্ধ করতে উপনেবেশিক দাশত্ববোধ থেকে আমাদের মুক্ত চিন্তার অধিকারী হতে হবে। ভাষা আমাদের আবেগ, ভাষা বাঙালি জাতির অহংকার। ভাষা আন্দোলনে বীর শহীদদের রক্তের উত্তরাধিকার সূত্রে আমাদেরকে যে কোন মূল্যে এই বাংলা ভাষাকে সর্বত্র সমৃদ্ধ করতে হবে। এই অহংকার নিয়ে বঙ্গবন্ধু জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন।

আজ বিকেল ৩টায় টিআইসি চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান একুশ স্মরণে আলোচনা সভার প্রারম্ভে ভাষা আন্দোলনে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন ইকবাল, নির্বাহী সদস্য ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফিরোজ আহমেদ, ৩৮নং ওয়ার্ড সভাপতি হাজী হাসান মুরাদ, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এড. আবুল হোসেন মোহাম্মদ জিয়াউদ্দিন।

সভামঞ্চে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. সুনীল কুমার সরকার, উপদেষ্টা সদস্য আলহাজ্ব সফর আলী, শেখ মোহাম্মদ ইসহাক, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের, আইন সম্পাদক এড. শেখ ইফতেখার সায়মুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ধর্ম সম্পাদক হাজী জহুর আহমেদ, যুব ও ক্রীড়া সম্পাদক আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, শ্রম সম্পাদক আবদুল আহাদ, কার্যনির্বাহী সদস্য বখতেয়ার উদ্দিন খান, আহমেদ ইলিয়াছ, আবদুল লতিফ টিপু, থানা আওয়ামী লীগের হাজী ছিদ্দিক আলম, আলহাজ্ব জাহাঙ্গীর চৌধুরী সিএনসি, আলহাজ্ব সাহাব উদ্দিন আহমেদ, আলহাজ্ব মো. আনসারুল হক, মো. ইলিয়াছ, অধ্যাপক আসলাম হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের আলহাজ্ব শের মোহাম্মদ, আবুল হাশেম বাবুল, আফসার উদ্দিন চৌধুরী, অধ্যাপক মো. ইসমাইল, আবদুল মান্নান, সৈয়দ মো. জাকারিয়া, গিয়াস উদ্দিন জুয়েল, সলিম উল্লাহ বাচ্চু, হাবিবুর রহমান চৌধুরী, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলী, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *