সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামে ডাক্তারের কাছে চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ হয়ে গেছে সীতাকুণ্ডের যুবক মোঃ মাসুদ আলম (৩০)। মাসুদ সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের মান্দারীটোলা গ্রামের ৩ নং ওয়ার্ডের মৃত আবুল হোসেনের পুত্র।
জানা যায়, মাসুদ বুধবার বিকালে তার এক নিকট আত্নীয়র সাথে নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি প্রাইভেট ডাক্তারের কাছে চিকিৎসা নিতে যায়, সে কিছুটা মানসিক রোগে আক্রান্ত। ডাক্তারের চেম্বার থেকে হঠাৎ সে বেরিয়ে চলে যায়। এরপর শহরের সম্ভাব্য সব জায়গাতে খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।
মাসুদকে না পেয়ে তার শ্যালক মোঃ জাহাঙ্গীর আলম নগরীর পাঁচলাইশ থানায় একটি জিডি (নং ১১১৮) করেন।
নিখোঁজ মাসুদ আলমের কোন খোঁজ পেলে জাহাঙ্গীর আলমের (মোবাইল নং ০১৬৯-০১৬৩৪৪) নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply