ফটিকছড়িতে সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর খোশরোজ উদযাপন

ফটিকছড়ি প্রতিনিধি: ত্বরিকায়ে মাইজভান্ডারীয়ার প্রধান প্রচারক, গাউছে জমান হযরত শাহসূফি মাওলানা সৈয়দ শফিউল বশর আল-হাসানী, ওয়াল হোসাইনী, আল-মাইজভান্ডারী (ক.). প্রকাশ-ছোট মিয়ার ১০১তম পবিত্র খোশরোজ শরীফ মাইজভান্ডার দরবার শরীফস্থ গাউছিয়া রহমান মঞ্জিলে উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে মাইজভান্ডার শাহী মহাসমাবেশ ঘটে ভক্তদের মিলন মেলা। ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বাদ আসর ওরশের প্রধান আখেরি মোনাজাত পরিচালনা করেন, মূখ্য সাজ্জাদানশীন শাহসূফি সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী (ম.জি.আ.)।

সাজ্জাদানশীন শাহসূফি সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত জীবনালোচনায় বক্তব্য রাখেন, শাহসূফি সৈয়দ মুহিবুল বশর মাইজভান্ডারী, শাহসূফি সৈয়দ আমিনুল বশর মাইজভান্ডারী, শাহজাদা সৈয়দ মাহতাবুল বশর মাইজভান্ডারী, শাহজাদা সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *