জয়পুরহাট সদর উপজেলায় ভাতের প্লেটে চুল পেয়ে গৃহবধূ আরজিনা বেগমকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেয় স্বামী বাবলু মিয়া।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শালগ্রামে এ ঘটনা ঘটে। পরে দুপুরে বাবলুকে আটক করে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান জানান, বাবলু নিয়মিত স্ত্রী আরজিনাকে নির্যাতন করে আসছিল। সকালে বাবলু ভাত খাওয়ার সময় ভাতের প্লেটে চুল দেখে আরজিনাকে মারধর করার এক পর্যায়ে তার হাত-পা বেঁধে মাথা ন্যাড়া করে।
খবর পেয়ে গ্রাম পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পুলিশ বাবলুকে আটক করে। পরে থানায় এসে আরজিনা তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply