রাউজান প্রতিনিধি : রাউজানে দুই দিনব্যাপী একুশে বই মেলা ও বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাউজান সদরে স্বাধীনতা স্মৃতিস্তম্ভ সংলগ্নস্থলে এ বই মেলাও চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করেন রাউজান উদ্দীপ্ত তরুণ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান পৌর দ্বিতীয় প্যানেল মেয়র ও রাউজান উদ্দীপ্ত তরুণ সংগঠনের প্রধান উপদেষ্টা জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দ চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, সহকারী ভুমি কমিশনার আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব,সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ্।
রাউজান উদ্দীপ্ত তরুণ সংগঠনের সভাপতি মোহাম্মদ রবিন ও সম্পাদক মোহাম্মাদ তাসিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্যামল পালিত,কামরুল হাসানা, বাহাদুর, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, রাউজান পৌর আওয়ামী লীগের সি.সহ জসিম উদ্দিন,সাধারন সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহ্জাহান,আব্দুল লতিফ, উপজেলা যুবলীগের সহ সভাপতি সারজু মোহাম্মাদ নাছের, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার সোহেল, যুগ্ম সম্পাদক আহসান হাবিব চৌধুরী, তপন দে, আবু ছালেক,সংগঠনের উপদেষ্টা দিলীপ দে দিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুন, নাছির উদ্দিন, তানভীর চৌধুরী, রাউজান পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারন সম্পাদক আসিফ, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ প্রমুখ।
পরে প্রধান অতিথি এবি এম ফজেল করিম চৌধুরী বই মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন।
Leave a Reply