চসিক নির্বাচনে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন লড়াইয়ে ১৮ যুবদল নেতা

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে কাউন্সিলর পদে ১৮ জন যুবদল নেতা শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকালে নাসিমন ভবনস্থ বিএনপি দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও কেন্দ্রীয় যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এর উপস্থিতিতে যুবদল নেতৃবৃন্দ দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মনোনয়ন প্রত্যাশীরা হচ্ছেন ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডে নগর যুবদলের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, ১২ নং সরাইপাড়া ওয়ার্ডে মহানগর যুবদলের সহসভাপতি নূর আহমদ গুড্ডু, ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ডে সহসভাপতি মোহাম্মদ শাহেদ আকবর, ৩১ নং আলকরণ ওয়ার্ডে মহানগর যুবদলের সহসভাপতি ইকবাল হোসেন সংগ্রাম, ২৫ নং রামপুরা ওয়ার্ডে মহানগর যুবদলের সহসভাপতি আবদুল গফুর বাবুল, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে যুগ্ম সম্পাদক এস এম জিয়াউল হুদা, ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ আলী সাকী, নগর যুবদলের সহপ্রচার সম্পাদক মাহবুবুর রহমান, ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড নগর যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আজিজুল হক মাসুম, বাকলিয়া থানা যুবদল নেতা নূর উদ্দিন, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে নগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, খুলশী থানা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল রানা বাবু, ১৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি বাদশাহ আলমগীর, ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে সহযোগাযোগ বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন মিন্টু, ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডে সহসমাজ কল্যাণ সম্পাদক মো. সালাহ উদ্দিন, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে হালিশহর থানা যুবদল নেতা সোহরাব হোসেন শাহীন, ৫ নং মোহরা ওয়ার্ডে সাবেক যুব দলের যুগ্ম সম্পাদক মনসুর আলম।

এ সময় যুবদল নেতৃবৃন্দ চসিক নির্বাচনে দলীয় প্রর্থীর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয় করার লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *