শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে র্যালী, শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ, শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রুয়ারী শুক্রবার সকালে ব্যাংকের নিজস্ব কার্যালয় থেকে র্যালী নিয়ে সৈয়দপুর সরকারী কলেজ ক্যাম্পাসের শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন করা হয়। বিকালে ব্যাংক ভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক আনোয়ারুল হক, ম্যানেজার অপারেশন নুরে আলম, সিনিয়র অফিসার আরিফ জনি, অফিসার মোঃ সেকেন্দার আলী, রওশন আলীসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ গ্রাহকবৃন্দ।
দোয়া মাহফিলে ৫২’র ভাষা আন্দোলনে নিজের বুকের তাজা রক্ত দিয়ে যারা শহীদ হয়েছেন সেইসকল ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
Leave a Reply