সৈয়দপুরে ভাষা দিবসে সম্মিলিত আর্ট একাডেমীর উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন আর্ট একাডেমী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে শহরের রেলওয়ে অফিসার্স ক্লাবে ডিজিটাল আর্ট একাডেমী, ব্রাইট লার্নিং ড্রয়িং হোম, ব্রাইট স্টার, সার্গাম সঙ্গীত বিদ্যালয়, আর্ট একাডেমী এর যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সাথে অভিভাবকরাও অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীদের মধ্যে ৫টি গ্রুপে ১৫ জন শিক্ষার্থী ও বিজয়ী তিনজন অভিভাবককে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। সে সাথে অংশগ্রহণকারী ১২০ জন শিক্ষার্থীর সকলকে শান্তনা পুরস্কার দেওয়া হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাবেয়া আলীম। বিশেষ অতিথি ছিলেন শাপলা মেটালিক প্রিন্টার্সের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মাহমুদ বুলবুল, এমপি রাবেয়া আলীমের ছেলে প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান, ইসলামী ব্যাংকের অফিসার মোঃ সেকেন্দার আলী প্রমুখ।

চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজকদের মধ্যে ছিলেন জাবেদ আত্তারী, আমির হোসেন, শাহিন, জাকির। চিলড্রেণ আর্ট একাডেমির পরিচালক জাহিদ আত্তারী প্রতিযোগিতায় বিচারকে দায়িত্ব পালন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *