কামরুল ইসলাম দুলু : চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দা’ওয়াহ ডিপার্টমেন্টের অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি কে সাথে নিয়ে শুক্রবার বেলা ১১ টায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আইআইইউসি’র নিজস্ব শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এর আগে এমপি নদভী আইআইইউসি’র আয়োজনে মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ক্যাম্পাসে উপস্থিত ছিলেন।
তিনি অনুষ্ঠান শেষ করে ক্যাম্পাস ত্যাগ করার আগে মূহুর্তে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট থেকে মিছিল সহকারে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে স্লোগান দিতে তাকে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
তখন অধ্যাপক ড. আবু রেজা নদভী এমপি এবং বিশ্ববিদ্যালয় বর্তমান প্রক্টর তাদের সাথে এসে কথা বলেন এবং কোন প্রকার মিছিল ছাড়া শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করার জন্য অনুমতি প্রদান করেন।
এরপর এমপি অধ্যাপক ড. আবু রেজা নদভীকে সাথে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন তারা। এরপরে ছাত্রলীগ ক্যাম্পাস ত্যাগ করে।
গত ১০ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ সংবাদ সম্মেলন এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের রাজনৌতিক কর্মকাণ্ড, মিছিল-মিটিং সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।
Leave a Reply