বাবার ছবির সামনে বোন-মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর সেলফি

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে ছোট বোন শেখ রেহানা, কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে সঙ্গে নিয়ে সেলফি তুলছেন বঙ্গবন্ধুকন্যা ও মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রপ্রদর্শনী অনুষ্ঠানে এ ছবি তোলেন তিনি। এসময় তিনজনকেই বেশ হাস্যজ্জ্বল দেখা যায়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা ফেসবুকে স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর সেলফি তোলার ছবিটি পোস্ট করেছেন।

প্রিয় প্রধানমন্ত্রী এমনই। তার ঘনিষ্ঠজনরা জানান, প্রধানমন্ত্রী এমন বিশেষ মুহূর্ত মিস করেন না। বিশেষ মুহূর্তের ছবি তিনি তুলে রাখেন। রাজনীতির বাইরে তার অন্যতম প্রিয় শখ ছবি তোলা। তিনি অনেক আগ থেকেই ছবি তুলতে পছন্দ করেন। আর এই সেলফির যুগে নিজেকেই ধারণ করে রাখেন নিজের ফোনে।

অনেক সময় অনেকে সাহস করে বলতে পারেন না প্রধানমন্ত্রী আপনার সঙ্গে সেলফি তুলবো। প্রধানমন্ত্রী যদি সেটা কোনভাবে যদি বুঝতে পারেন তাহলে তিনি নিজেই তার সঙ্গে সেলফি তোলেন। নানা সময়ে অনেক মন্ত্রী এমপি রাজনীতিবিদ এমনকি সাধারণ নেতাকর্মীদের সঙ্গেও তিনি সেলফিবন্দী হয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *