ওয়ানডে সিরিজের ঠিক উল্টো চিত্রনাট্য যেন টি-টোয়েন্টি সিরিজে। ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতা পাকিস্তান সফরকারী শ্রীলঙ্কার কাছে হেরে গেছে টি-টোয়েন্টি সিরিজে। লাহোরে দ্বিতীয় ম্যাচে ৩৫ রানের জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।
সোমবার (৭ অক্টোবর) টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান জড়ো করে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান আসে ভানুকা রাজাপক্ষের ব্যাট থেকে। ৪৮ বলের মোকাবেলায় ৪টি চার ও ৬টি ছক্কা হাঁকান তিনি।
এছাড়া অন্যান্যদের পক্ষে সেহান জয়াসুরিয়া ৩৪, অধিনায়ক দাসুন শানাকা অপরাজিত ২৭ ও দানুশকা গুনাথিলাকা ১৫ রান করেন।
পাকিস্তানের পক্ষে একটি করে উইকেট শিকার করেন ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ ও শাদাব খান।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান শুরুতেই বিপর্যয়ে পড়ে যায়। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে চাপে পড়ে যায় সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দল। শেষপর্যন্ত দলটির ইনিংস গুটিয়ে যায় ১৪৭ রানে, ১৯ ওভার ব্যাট করে।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান আসে ইমাদের ব্যাট থেকে। এছাড়া আসিফ আলী ২৯ ও সরফরাজ ২৬ রান করেন।
শ্রীলঙ্কার পক্ষে নুয়ান প্রদীপ একাই শিকার করেন চারটি উইকেট। এছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা তিনটি, ইসুরু উদানা দুটি ও কাসুন রাজিথা একটি উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ১৮২/৬ (২০ ওভার)
ভানুকা ৭৭, সেহান ৩৪, দাসুন ২৭*
ইমাদ ২৭/১, ওয়াহাব ৩১/১
পাকিস্তান ১৪৭ (১৯ ওভার)
ইমাদ ৪৭, আসিফ ২৯
প্রদীপ ২৫/৪, হাসারাঙ্গা ৩৮/৩
ফল: শ্রীলঙ্কা ৩৫ রানে জয়ী।
Leave a Reply