রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানের হলদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর সর্তা আমিন মুন্সি বাড়ির দুবাই প্রবাসী মোঃ ইয়াছিনের ছয় বছর বয়সী একমাত্র ছেলে হাবিবুল্লাহ পুকুরে ডুবে মারা গেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারী) শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
প্রবাস জীবন থেকে ছুটিতে এসে ৫ ফেব্রুয়ারি আবার জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই ফিরে যান রাউজানের হলদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর সর্ত্তা গ্রামের আমিন মুন্সি বাড়ির প্রবাসী ইয়াছিন। যতদিন ছুটিতে ছিলেন ছয় বছর বয়সী আদরের ছেলে সন্তানটিকে নিয়ে খুনসুটি আর আনন্দমুখরতায় সময় কাটাতেন। কে জানতো প্রবাসে ফিরে যাওয়ার মাত্র ১৭ দিনের মাথায় তার বুকের মানিক ধনটি সবাইকে শোকের সাগরে ভাসিয়ে পাড়ি জমাবে না ফেরার দেশে।
একমাত্র সন্তানটিকে হারিয়ে পাগলপ্রায় ইয়াছিনের পরিবার।
দীর্ঘক্ষণ খোঁজাখুজি শেষে পেছনের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান তার প্রতিবেশীরা।
তাকে উদ্ধার করে গহিরাস্থ জে কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ সময় পরিবারের সদস্যদের আহাজারিতে হাসপাতাল এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। একমাত্র ছেলের মৃত্যু সংবাদ শুনে দুবাই প্রবাসী ইয়াছিনও চোখের জলে বুক ভাসাচ্ছেন। যে সন্তানকে মাত্র কয়দিন পূর্বেও পরম মমতায় বুকে জড়িয়ে ধরেছেন বাবা-মা’র কোলশুণ্য করে সেই মানিকধনটি যে এভাবে চলে যাবে সেটি যেন কিছুতেই মেনে নিতে পারছেনা তার বাবা। কারো স্বান্তনাতে থামানো যাচ্ছেনা তার শোকের অশ্রু।
Leave a Reply