কামরুল ইসলাম দুলু : বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজজ (বিআইটিআইডি) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর এ্যাডভান্সমেন্ট অব ট্রপিক্যাল মেডিসিন (বিএএটিএম) এর যৌথ উদ্যাগে করোনা ভাইরাস সন্মন্ধে কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় সীতাকুণ্ডের ফৌজদারস্থ বিআইটিআইডি’র ৪র্থ তলায় অডিটোরিয়ামে উক্ত কনফারেন্স অনুষ্ঠিত হয়।
বিআটিআইডির পরিচালক অধ্যাপক ডাঃ এম,এ হাসান চৌধুরীর নেতৃত্বে চিকিৎসকদের সক্রিয় অংশ গ্রহণে উক্ত কনফারেন্স অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ ইসমাইল খান।
সেমিনারের মুল প্রবন্ধ উপস্থাপনা করেন বিএসএমএমইউ সহকারী অধ্যাপক ডাঃ ফজলে রাব্বী চৌধুরী এবং বিআইটিআইডি’র সহযোগী অধ্যাপক ডাঃ মামুনুর রশিদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ রিদউয়ানুর রহমান, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধক্ষ্য অধ্যাপক ডাঃ মো আমির হোসেন।
করোনা ভাইরাস সম্পর্কিত বিশেষজ্ঞ মতামত প্রদান করেন অধ্যাপক ডাঃ সুজাত পাল, অধ্যাপক ডাঃ মোঃ রোবেদ আমিন, অধ্যাপক ডাঃ মোঃ আব্দুস সাত্তার, অধ্যাপক ডাঃ অনিরুদ্ধ ঘোষ এবং ডাঃ হাসিনা নাসরীন।
বক্তারা বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় আরো উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। করোনা ভাইরাস রোগী শনাক্ত না হলেও ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশে। ভাইরাসটি যাতে বাংলাদেশের ছড়িয়ে পড়তে না পারে সে জন্য জনচেতনা সৃষ্টির পাশাপাশি ভাইরাসটি মোকাবিলায় কী কী করণীয় রয়েছে তা দ্রুততার সঙ্গে নির্ধারণ করতে হবে। ভাইরাসটি মোকাবিলা করতে হলে ভাইরাসটির আচরণ থেকে শুরু করে সবকিছুই জানতে হবে।
সেমিনারে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বনের ওপর বিশেষ গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত নয়, সর্বোচ্চ মাত্রার সতর্কতা অবলম্বন করতে হবে। এই ভাইরাসটি একজন মানুষের দেহ থেকে আরেকজন মানুষের দেহে দ্রুত ছড়াতে পারে।
করোনা ভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং শ্বাসতন্ত্রের মাধ্যমেই এটি একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়ায়। ভাইরাসটি শরীরে ঢোকার পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে প্রায় পাঁচ দিন লাগে। প্রথম লক্ষণ হচ্ছে জ্বর। তারপর দেখা দেয় শুকনা কাশি। এক সপ্তাহের মধ্যে দেখা দেয় শ্বাসকষ্ট।
সেমিনারে মূল প্রবন্ধে অধ্যাপক ডাঃ ফজলে রাব্বী চৌধুরী এবং অধ্যাপক ডাঃ মামুনুর রশিদ করোনা ভাইরাস সম্পর্কে সতর্কতা অবলম্বনের বিভিন্ন কৌশল আলোক চিত্রের মাধ্যমে তুলে ধরেন।
Leave a Reply