২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় ৪টি মাছ ধরার নৌকাসহ ২৪ শ্রীলংকান জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
গত ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে তাদেরকে আটক করা হলেও আজ ২২ ফেব্রুয়ারি শনিবার সিএমপির জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে অচোনা, সানজু পুঠা, সি হর্স ও ডেনান মেরিন আচোনা নামে চারটি মাছ ধরার নৌকাকে দেখতে পাই বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা ওমর ফারুক।
এসময় অপরিচিত মাছ ধরার বোটগুলোকে ধাওয়া করে আটক করে নৌবাহিনী। পরে মাছ ধরার নৌকাগুলো থেকে বোট কর্মী ও চালকসহ মোট ২৮ জনকে আটক করে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সুরভীকে খবর দেওয়া হয়। পরে বানৌজা সুরভী ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের নগরীর পতেঙ্গা মডেল থানায় আনা হয়।
এরপর নৌ কর্মকর্তা শফিকুল ইসলাম বাদি হয়ে গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বৈদেশিক নাগরিক সম্পর্কিত আইনে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় ২৪ জনকে গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, টি মানজুলা ডি সিলভা (২৯), কে জানাত (৪৭), জিহান (২২), টি পেসান্না (২৪), পি আনতুনি (২৩), নিমেষ (২২), ডিনেশ ডামিরা (৩৬), সামন্তকুমার (৩৬), লর্ড জান্দিমার (২৮), টি নিরোশন (২৬), ডি মানচ (৩০), ডিনেশ লাসাংতে (২৮), প্রদীপ (৩১), লীসান্তাজায়া (৩৩), সামন কুমার (৩১), গায়ান (৩৮), আরপি ডিপপি (৩৬), নিশান (৩১), নিদুশান (৩২), ওয়াচিরে (৩৪), জুসান্ত কুমার (৩৪), উদয় কুমার (৪০), দানুকা প্রভা (৪০) ও দিপাল কুমার (৪১)।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের কাছ থেকে চারটি ফিশিং বোট, ইঞ্জিন ও মালামাল জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সত্যতা স্বীকার করেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) মো. আরেফিন জুয়েল। তিনি বলেন, বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে মাছ ধরার সময় চারটি মাছ ধরার নৌকাসহ শ্রীলংকার ২৪ নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় আটক ২৪ জন শ্রীলংকান জেলেকে শুক্রবার গভীর রাতে পতেঙ্গা থানায় হস্তান্তর করেছে নৌবাহিনী।
তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন নৌ কর্মকর্তা শফিকুল ইসলাম। শনিবার দুপুরে সকলকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করার কথা জানিয়েছেন ওসি উৎপল বড়ুয়া।
Leave a Reply