বায়েজিদে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বায়েজিদে নির্মাণাধীন ভবন থেকে পড়ে

২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বায়েজিদে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার ২৩ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে বায়েজিদের টেক্সটাইল আনন্দবাজার এলাকার নির্মাণাধীন ৬ তলা একটি ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়।

তথ্য নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, সকাল সাড়ে ১১টার সময় নির্মাণাধীন ভবন থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় আক্কেস আলী নামের এক শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত শ্রমিকের নাম আক্কেস আলী (২৫)। তিনি সুনামগঞ্জের আশুগঞ্জের ফয়জুন নুরের ছেলে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *