বড় জয়ে ভারতকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

ওয়েলিংটনে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি সফররত ভারত। বিরাট কোহলির দলের ব্যাটিং ব্যর্থতা কাজে লাগিয়ে স্বাগতিক দল পেয়েছে ১০ উইকেটের বিশাল জয়। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছেন কেন উইলিয়ামসন-রস টেলররা।

তিন উইকেটে ১৪৪ রান নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নামা ভারত গুটিয়ে যায় ১৯১ রানে। টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের বোলিং তোপে সফরকারীরা দাঁড়াতেই পারেনি। ৩৯ রানে পিছিয়ে থাকা কোহলিরা তাই লিড পান মাত্র ৮ রানের। ৯ রানের সহজ লক্ষ্য দাঁড়ায় নিউজিল্যান্ডের সামনে।

ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে প্রতিরোধ গড়তে পারেননি কেউই। মায়াঙ্ক আগারওয়ালের ৫৮ রানই দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। এছাড়া আজিঙ্কা রাহানে ২৯, রিশাভ পান্ট ২৫ ও অধিনায়ক কোহলি ১৯ রান করেন।

নিউজিল্যান্ডের পক্ষে দ্বিতীয় ইনিংসে পাঁচটি উইকেট শিকার করেন সাউদি। বোল্ট পান চারটি উইকেট। জয়ের লক্ষ্যে খেলতে নেমে নিউজিল্যান্ড কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় মাত্র ১০ বল (১.৪ ওভার) খেলেই!

দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট শিকার করে ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে ‘ম্যান অব দ্যা ম্যাচ’ এর খেতাব পেয়েছেন টিম সাউদি।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ১ম ইনিংস- ১৬৫ (৬৮.১ ওভার)
রাহানে ৪৬, আগারওয়াল ৩৪, শামি ২১
জেমিসন ৩৯/৪, সাউদি ৪৯/৪

নিউজিল্যান্ড ১ম ইনিংস- ৩৪৮ (১০০.২ ওভার)
উইলিয়ামসন ৮৯, টেলর ৪৪, জেমিসন ৪৪
ইশান্ত ৬৮/৫, অশ্বিন ৯৯/৩

ভারত ২য় ইনিংস-১৯১ (৮১ ওভার)
আগারওয়াল ৫৮, রাহানে ২৯
সাউদি ৬১/৫, বোল্ট ৩৯/৪

নিউজিল্যান্ড ২য় ইনিংস- ৯/০ (১.৪ ওভার)
লাথাম ৭*, ব্লানডেল ২*

ফল: নিউজিল্যান্ড ১০ উইকেটে জয়ী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *