২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নবনির্বাচিত নেতৃবৃন্দরা রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সিইউজে নেতৃবৃন্দরা গতকাল ২৩ ফেব্রুয়ারি নগরীর পাথরঘাটাস্থ ফজলে করিমের বাসায় গেলে তিনি সাংবাদিক নেতৃবৃন্দদের অভিনন্দন জানান।
এ সময় তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা একটি জাতির সমৃদ্ধির পথে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, সাংবাদিকরাই পারে একটি জাতিকে সঠিক পথে পথ দেখাতে। তিনি চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিইউজে সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, সহ সভাপতি অনিন্দ্য টিটো, যুগ্ম সম্পাদক সবুর শুভ, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম ও নির্বাহী সদস্য মহরম হোসাইন।
Leave a Reply