মাইজভান্ডার শরীফ জিয়ারত করলেন মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী

ফটিকছড়ির মাইজভান্ডার শরীফ জিয়ারত করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ফটিকছড়িতে গাউসুল আজম মাইজভান্ডারি সহ দরবার শরীফে অবস্থিত বিভিন্ন মাজার জিয়ারত করেন তিনি।
এরপর সেখানেই যোহরের নামাজ আদায় করেন রেজাউল করিম চৌধুরী। এর আগে মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী ফটিকছড়ি পৌছালে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ সহ অংগ সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব,খাদেম আলহাজ্ব গাজী মোঃ সালাউদ্দিন, অধ্যাপক ড. মাসুুম চৌধুরী, ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ শামমুল আলম, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর লায়ন এম.আশরাফুল আলম,ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক আবু সায়েদ সুমন, এমইএস কলেজের সাবেক জিএস রাজ্জাক, ছাত্রনেতা নওফেল ও ৬ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ সোহেল প্রমুখ।

এছাড়া ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড, চান্দগাঁও থানা, চট্টগ্রাম মহানগর ও ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *