ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে : দেশে ব্যাপকভাবে রেমিটেন্স পাঠান এবং বিনিয়োগ করুন শারজায় প্রবাসী গ্রাহকদের নিয়ে আয়োজিত সভায় বক্তারা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে রেমিটেন্স পাঠানোর আহব্বান জানিয়ে বলেন, দেশে ব্যাপক ভাবে রেমিটেন্স পাটাবেন এবং বিনিয়োগ করবেন।আপনাদের প্রেরিত রেমিটেন্স দেশের অর্থনীতিতে অনেক বড় চালিকা শক্তি।
গত রবিবার ইসলামী ব্যাংক বাংলাদেশ উদ্যোগে সারজা এশিয়ান প্যালেস হোটেল হলরুমে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী গ্রাহকদের সাথে মতবিনিময় সভায় বক্তারা একথা বলেন।
ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একেএম মাহাবুর মোরশেদ এর সভাপতিত্বে ও কোম্পানির এসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট সাইফুদ্দিন মোহাম্মদ খালেদের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ ওমর ফারুক খান।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউএই বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি কমিউনিটিনেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরী, সারজা বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও কমিউনিটিনেতা ইসমাইল গণী চৌধুরী, কোম্পানির এসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ,
কোম্পানির সিনি: প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আইয়ুব, লুলু এক্সচেইঞ্জ এর শ্যামল কান্তি নাথ, টেকনাফ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান, আজমান বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি কামাল উদ্দিন সুমন, ব্যবসায়ী জসিম উদ্দিন, জিসিসি এক্সচেইঞ্জ এর কাইয়ুম হোসাইন, আল ফারদান এক্সচেইঞ্জ এর মাসুদুর রহমান, ইউএই এক্সচেইঞ্জ এর মোহাম্মদ জাহেদ প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বিজনেস লিডার এবং এক্সচেঞ্জ হাউসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply