প্রকাশিত হয়েছে কবিতাগ্রন্থ ‘অব্যক্ত বেদনা’

  |  মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২০ |  ২:০৫ অপরাহ্ণ
24ghonta-google-news

ঢাকা: বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে আহমেদ এ টি এম ফারুকের কবিতাগ্রন্থ ‘অব্যক্ত বেদনা’।

এই বইটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত চিরদিন প্রকাশনীর ৪৯৮ নম্বর স্টলে।

24ghonta-google-news

এছাড়াও একই প্রকাশনী থেকে চলতি বইমেলায় ‘নীল অপরাজিতা’ নামে আরেকটি কবিতাগ্রন্থও প্রকাশ হবার কথা রয়েছে।

আহমেদ এ টি এম ফারুকের কবিতায় সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে এসেছে। তিনি তার কবিতায় কখনো টেনে এনেছেন অতীতের কোনো সুখ স্মৃতি। আবার কখনো কখনো তিনি বলেছেন জীবনের দর্শন সম্পর্কে। আহমেদ এ টি এম ফারুক তার কবিতায় তুলে এনেছেন প্রেম-ভালোবাসা ও মোহকে। চমৎকার শব্দ চয়ন ও বাক্য গঠনের মাধ্যমে কবিতায় তিনি বলেছেন একজন প্রেমিকের না বলা কিছু কথা।

শুরুর দিকে অনীক মাহমুদ নামে সাহিত্যে পদচারণা ছিল আহমেদ এ টি এম ফারুকের। এই নামে তার একটি উপন্যাস ও চারটি কবিতা গ্রন্থ প্রকাশিত হয়। এছাড়াও জন্ক বঙ্গবন্ধু নামে গত বছর একটি কাব্য গ্রন্থও প্রকাশিত হয়। শিল্প-সাহিত্যের পাশাপাশি তিনি উপস্থাপনা ও মঞ্চে অভিনয় করে থাকেন।

আহমেদ এ টি এম ফারুকের একটি উপন্যাস, একটি নাটক ও একটি ভ্রমন কাহিনী প্রকাশের অপেক্ষায় আছে।

24ghonta-google-news
24ghonta-google-news