বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দখলমুক্ত ফুটপাত

বোয়ালখালীতে

২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দখলমুক্ত হয়েছে উপজেলা সদরের ফুটপাত। জন ও যানচলাচলে বিঘ্ন সৃষ্টি করে দোকান বসানোয় ৬জন ব্যবসায়ীকে জরিমানা এবং ১জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)দুপুরে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।

তিনি জানান, উপজেলা পরিষদ, বোয়ালখালী পৌরসভার সামনে মূল সড়ক ও আশেপাশের সড়কে ফুটপাত দখলকারী দোকান, ভ্যানগাড়ীসহ বিভিন্ন ফলের দোকান উচ্ছেদ করা হয়।

এসময় দন্ড বিধি ১৮৮ ধারায় মো. সম্রাট, প্রবীর সেন, মো. সাকিল, মো. মনির, মো. জাকের, মো. রুবেলকে ১হাজার টাকা করে জরিমানা ও মো.আইয়ুবকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার(ভূমি) মোজাম্মেল হক চৌধুরী বলেন, ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারির আওতায় রাখা হবে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *