রাউজানে গুজরা ভূমি অফিসে চুরি, ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইউএনও

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানের গুজরা ভূমি অফিসে চুরি সংগঠিত হয়েছে। গতকাল গভীর রাতে চোরের দল ভূমি অফিসের দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আলমিরায় সংরক্ষিত অফিসের ল্যাপটপ নিয়ে যায়।

গুজরা ভূমি অফিসের তহশিলদার মন্টু চাকমা চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে ভূমি অফিসে চুরির ঘটনার সংবাদ শুনে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, সমবায় কর্মকর্তা মুজিব উর রহমান, উপজেলা কৃষি অফিসের সহকারি কৃষি কর্মকর্তা (উন্নয়ন) সনজীব কুমার সুশীল, পূর্ব গুজরা ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহসিন রেজা।

ঘটনাস্থল পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বিষয়টি তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ল্যাপটপ উদ্ধার করার জন্য পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহসিন রেজাকে তাৎক্ষনিক নির্দেশ প্রদান করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *