বোয়ালখালীতে মা আনন্দময়ী ধামে শ্রীমন্দির উদ্বোধন বৃহস্পতিবার

শ্রীমন্দির উদ্বোধন

২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডী কধুরখীল দক্ষিণ পাড়ায় মা আনন্দময়ী ধামের নব-নির্মিত শ্রীমন্দির এর শুভ উদ্বোধন হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার।

তাছাড়া মন্দিরে শ্যামা মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ও ২৮ ফেব্রুয়ারি শুক্রবার দুদিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে।

অনুষ্ঠানমালায় রয়েছে বৃহস্পতিবার মঙ্গল শোভাযাত্রা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অরজিৎ চৌধুরী।

নবনির্মিত শ্রীমন্দিরের উদ্বোধন করবেন সমাজসেবক অদুল চৌধুরী। শুক্রবার শ্রীশ্রী চণ্ডীযজ্ঞ, মহানাম সংর্কীতন ও লীলা কীর্তন। এ আয়োজনে সকলের উপস্থিতি কামনা করেছেন শ্রীমন্দির উদ্বোধন উদযাপন কমিটির সভাপতি শরদিন্দু চৌধুরী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *