ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড.অরুনাংশু দত্ত টিটো, বীর মুক্তিযোদ্ধা শচিন চন্দ্র বর্মন,জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম স্বপন প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আল মামুন, সরকারি কলেজের প্রতিনিধি, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মানিক হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুনর রশিদ, জেলা সমবায় কার্যালয় জেলা অডিটর মোহাম্মদ নাজমুল হুদা, ওয়ার্ল্ড ভিশন এপি, ম্যানেজার লিওবাট চিসিম, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী , জেলা নির্বাচন অফিসার, জিলহাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার রায়, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, আশা এনজিও এর জেলা ব্যবস্থাপক মেজবা উদ্দিন, জেলা জননী সংস্থার নির্বাহী পরিচালক নুরবানু , ফায়ার সার্ভিস এর কর্মকর্তা রফিকুজ্জামানসহ সরকারি,বেসরকারি বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম।
Leave a Reply