২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় সুমন সর্দ্দার (৩৫) নামে এক মানসিক রোগী আত্মহত্যা করেছে।
গতকাল মঙ্গলবার দিনগত রাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামে গাছের সাথে ঝুঁলে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত সুমন সর্দ্দার (৩৫) একই গ্রামের মৃত চিত্ত সর্দ্দারের ছেলে এবং সে দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত বলে সুমনের পারিবারিক সূত্রে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার এস.আই জাহাঙ্গীর জানান, প্রতিদিনের ন্যায় নিহত সুমন সর্দ্দার তার মায়ের সাথে ঘুমাতে যায়। মঙ্গলবার রাত ১২ টার দিকে ঘুমানোর ঘরে ছেলেকে দেখতে না পেয়ে এদিক-ওদিক খোঁজাখুঁজি করতে গেলে বাড়ীর পাশে পুকুর পাড়ের একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় সুমনের লাশ দেখতে পায়।
তিনি জানান, ঘটনাটি পটিয়া থানা পুলিশের কাছে জানালে পুলিশের একটি টিম বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে গাছের সাথে ঝুলন্ত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমক হাসপাতালে প্রেরণ করে।
Leave a Reply