চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মহানগর আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রেজাউল করিম চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টায় নগরীর জুবলি রোডস্থ চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামানের কাছে মনোনয়ন ফরম জমা দেন রেজাউল করিম।
এ সময় তিনি বলেন, নির্বাচিত হতে পারলে সবাইকে সঙ্গে নিয়ে পরিকল্পিত পরিবেশবান্ধব, সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত পর্যটন নগরী হিসেবে চট্টগ্রামকে গড়ে তোলা হবে।
রেজাউল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। চট্টগ্রামের মানুষের সেবা করার জন্য তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন। এর জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। আজকের এই দিনে আমি বঙ্গবন্ধুকে স্মরণ করছি, শহীদ মুক্তিযোদ্ধা ১৫ আগস্টে শহীদদের স্মরণ করছি।’
বিএনপির প্রার্থী লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে যে অভিযোগ করেছেন এ বিষয়ে রেজাউল করিম বলেন, বিএনপির কাজই হচ্ছে অভিযোগ ও সমালোচনা করা। তাদের কাছ থেকেতো কোনোদিন উন্নয়নের প্রশংসা শুনিনি ।
বাকি মেয়র প্রার্থীদের সমান চোখে দেখছেন বলেও মন্তব্য করেন রেজাউল করিম । তিনি বলেন, খেলার মাঠে যদি উভয়পক্ষ ভালো খেলোয়াড় না হয় দর্শক জমে না।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, বর্তমান মেয়র ও দলের সাধারণ সম্পাদক আ জ ম নাছির, সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালামসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি নির্বাচন ভবনে চসিক নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব আলমগীর। তফসিল অনুযায়ী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১ মার্চ, আপিল ২ থেকে ৪ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ৮ মার্চ, প্রতীক বরাদ্দ হবে ৯ মার্চ। আর ভোট হবে ২৯ মার্চ।
Leave a Reply