২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা এলাকায় ওরশ উপলক্ষে আয়োজিত মেলায় নাগরদোলায় চড়তে গিয়ে প্রাণ হারিয়েছে স্কুলছাত্রী সাদিয়া আক্তার(১৪)।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছৈয়দ আহম্মদ হাট এলাকার আবদুল হামিদ শাহ্ এর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষ্যে আয়োজিত মেলায় এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটে।
নিহত সাদিয়া একই ইউনিয়নের হাজী বজল সারাং বাড়ির দরিদ্র কৃষক মো. ইসহাক প্রকাশ কালুর ছোট মেয়ে এবং সে একই ইউনিয়নের মোহাম্মদীয়া তৈয়বীয়া সুন্নিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদ্রাসা ছুটির পর শুক্রবার বিকেলে সাদিয়া বন্ধুদের সঙ্গে উত্তর মাদার্শা ইউনিয়নে আয়োজিত ওরশের মেলায় যায়। সেখানে নাগরদোলা দেখে উল্লসিত হয়ে লোভ সামলাতে পারেনি। তাই সে বন্ধুদের সাথে মনের সাধ মেটাতে নাগরদোলায় উঠে পড়ে।
চলন্ত অবস্থায় নাগরদোলার সাথে তার শরীরের ওড়না পেঁছিয়ে মাটিতে পড়ে গিয়ে সাদিয়া মারাত্মভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্কুল ছাত্রী সাদিয়ার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন সাদিয়ার জ্যাঠা মো. মূছা। তিনি বলেন, সাদিয়া ছিলো তাদের পরিবারের সবচেয়ে মেধাবী ছাত্রী। তার এভাবে চলে যাওয়াটা পরিবারের কেউ মেনে নিতে পারছে না।
এদিকে সাদিয়ার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। শোকে বিহ্বল হয়ে পড়েছেন তার শিক্ষক ও স্বজনরা। প্রিয় বন্ধবীর মর্মান্তিক পরিণতিতে শোকাতুর তার সহপাঠীরা।
Leave a Reply