চট্টগ্রাম বিমানবন্দরে ৮ যাত্রীর ব্যাগেজে মিলল ২০ লাখ টাকার সিগারেট

চট্টগ্রাম বিমানবন্দরে ৮ যাত্রীর ব্যাগেজে মিলল ২০ লাখ টাকার সিগারেট

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ যাত্রীর ব্যাগেজে তল্লাশী চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ১ হাজার ৯৫ কার্টন সিগারেট জব্দ করেছে কাস্টমস ও এনএসআই টিম।

গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টা পর্যন্ত আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১২৮ ফ্লাইটের ৮ যাত্রীর কাছ থেকে এসব সিগারেট জব্দ করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, হানিফ, সোহেল, সেলিম, ইমতিয়াজ, আবুল কালাম, বেলাল, আজিম এবং অপর এক যাত্রী থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়।

এর মধ্যে মো. সোহেল রানার কাছ থেকে ৩০০, মো. সেলিমের থেকে ২৬০, মো. ইমতিয়াজের কাছ থেকে ১৯০, আবুল কালামের থেকে ২০, বেলালের কাছে ২০, আবদুল আজিমের কাছে ৩০, কাজী মো. হানিফের কাছে ১৫ এবং অপর যাত্রীর পরিত্যক্ত ব্যাগেজে তল্লাশী চালিয়ে ২৬০ কার্টন সিগারেট পাওয়া যায়।

গোপন তথ্যমতে এসব সিগারেটগুলো জব্দ করতে সক্ষম হন কাস্টমস ও জাতীয় গোয়েন্দা সংস্থা। এসব সিগারেটের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *