অপরাজিতার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ও ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

আধুনিক নগরায়নে বিভিন্নভাবে সবুজ নির্মল পরিবেশ ধ্বংস হচ্ছে,ডেকে আনছে মারাত্মকভাবে পরিবেশের বিপর্যয়। এই মহা বিপর্যয় থেকে রক্ষার পাশাপাশি একটি বসবাসযোগ্য নগরী গড়ে তুলতে ছাদ বাগান বা বারান্দা বাগানের কোন বিকল্প নেই।

এই লক্ষে দেশব্যাপী নিরলসভাবে কাজ করে যাচ্ছে অনলাইন ভিত্তিক এই গ্লোবাল সংগঠন “অপরাজিতা”।

সকালে চট্টগ্রাম নগরীর হালিশহর একটি রেষ্টুরেন্টে সংগঠনটির ২য় বর্ষপূর্তিতে এসব মন্তব্য করেন বিশিষ্টজনরা।

বর্ষপূর্তির আয়োজনে ছিলো দিনব্যাপী সবুজ বিতরণ , বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান,সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সংগঠনটির প্রথম প্রকাশনা ম্যাগাজিন “অপরাজিতার মোড়ক উম্মোচন।

অপরাজিতার প্রতিষ্ঠাতা কলি নাহারের সভাপতিত্বে পরিবেশ মানবাধিকার সম্পাদক, সাংবাদিক আবছার মাহফুজ, রোটারিয়ান সৈয়দ তাজউদ্দীন , নাগরিক টিভির সিনিয়র রিপোর্টার এ,কে আজাদ, বিশিষ্ট ব্যাবসায়ী এনামুল হক চৌধুরী, এডমিন যারিন ওশিন, এইচ এন আলম,তারেক ইফতেখার, ইয়াকুব সর্দার সহ অন্যরা বক্তব্য দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *