করোনা ভাইরাস: ইরানে ২১০ জনের মৃত্যু

প্রাণঘাতি নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) বিশ্বব্যাপী ভয়াবহ আকার ধারণ করছে। চীনের পর ইরান, ইতালি ও দক্ষিণ কোরিয়ায় মারাত্ম রূপ নিচ্ছে। ইরানে করোনায় আক্রান্ত হয়ে অন্তত ২১০ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তবে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে নিহত হয়েছেন ৩৪ জন, আক্রান্ত হয়েছেন ২৮১ জন। তবে বাস্তবে এই সংখ্যা অনেক বেশি বলে জানিয়েছে বিশ্ব সংবাদমাধ্যম।

ইরানে করোনায় নিহতদের বেশিরভাগই তেহরান এবং কোম শহরের। সর্বপ্রথম কোম শহরেই করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তা ধীরে ধীরে দেশটির বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানেই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের এক সাবেক রাষ্ট্রদূতের মৃত্যু হয়েছে। তিনি ভ্যাটিকান নগরীতে ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দেশটির একজন মন্ত্রী, সাংসদ এবং ভাইস প্রেসিডেন্টও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

এরই মধ্যে অ্যান্টার্কটিকা মহাদেশ ব্যাতিত সকল মহাদেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার পর্যন্ত চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনায় মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ২৯২৩ জনে। আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ২০৬ জন এবং সুস্থ হয়েছেন ৩৯৪৪৮ জন।

সর্বশেষ নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, বেলারুশ ও লিথুয়ানিয়াও নিজেদের দেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়ার খবর নিশ্চিত করেছে।

এছাড়াও এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া- কোনও মহাদেশ বাদ যায়নি এই ভাইরাসের আক্রমণ থেকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *