খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়িতে যৌথবাহিনী গতকাল শুক্রবার রাতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৬ জন জুয়াড়িকে আটক করেছে।
পুলিশ সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল গতকাল রাতে শুক্রবার মানিকছড়ির পান বাজারে একটি আবাসিক ভাবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়,
এই সময় জুয়া খেলারসরঞ্জামাদি ও ৫ হাজার ৮ শত ৮০ টাকা সহ ওই ৬ ব্যক্তিকে আটক করে।
আটকৃতরা হলে মানিকছড়ি উপজেলার বাসীন্দা মো.ছগির(৪০), নুরুর আলম(৩১), শাহজাহান(৪২), হোসাইন(২৮),ছিদ্দিক(৩৮), এনামুল হক(৩০)।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মো.আমির হোসেন জানান আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে, মামলা নং -৭ ২৮/২।
Leave a Reply