রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: বুড়িশ্চর জিয়াউল উলুম মাদরাসার ২ দিন ব্যাপী ৬৪ তম বার্ষিক সভার সমাপনী দিনে বক্তারা বলেছেন মাদরাসা শিক্ষা হচ্ছে একটি বহুমুখি শিক্ষা। মাদরাসা শিক্ষার্থীরা সব বিষয়ের জ্ঞানের অধিকারী হয়। পাশাপাশি তাঁরা ইসলামী জ্ঞান-বিজ্ঞান অর্জন করে তা বিশ্বের সর্বত্র ছড়িয়ে দেয়।
দেশে- বিদেশে যুগোপযোগি শিক্ষা ও তথ্য প্রযুক্তির উন্নয়নেও মাদরাসা শিক্ষার্থীরা গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করছে।
বক্তারা বলেন ইসলামী শিক্ষার পাশাপাশি বহুমুখি শিক্ষা অর্জন করে নীতি নৈতিকতায় পূরিপূর্ণ এক সুন্দর জীবন গঠন করতে পারে তাঁরা। যা দেশের মানুষের আদর্শ জীবন গঠনের জন্য অনুকরণীয় হতে পারে।
তাই মাদরাসা শিক্ষার প্রচার ও প্রসারে সর্বস্তরের মুসলমানদের ভুমিকা রাখতে হবে। বক্তারা আরও বলেন মাদরাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারও যথেষ্ট আন্তরিকতার সঙ্গে কাজ করছে। একারণে দেশে মাদরাসা শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে।
গত ২৮ ফেব্রুয়ারী শুক্রবার রাতে সভার সমাপনী দিনের আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
মাদরাসার অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সাবেক বোর্ড সদস্য আলহাজ ইউনুস গণি চৌধুরী ।
প্রধান আলোচক ছিলেন সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহযোগি অধ্যাপক আল্লামা ড. মোহাম্মদ এমদাদুল হক। শিক্ষার্থী মামুনুর রশিদের সঞ্চালনায় তকরীর করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের চেয়ারম্যান আল্লামা ড. এ এস এম বোরহান উদ্দীন, বিএফ শাহীন কালেজের প্রভাষক আল্লামা মোরশেদুল আলম আনোয়ারী, নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার প্রভাষক আল্লামা ফখরুদ্দীন আলকাদেরী।
অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সহ সভাপতি আলহাজ আবুল কালাম, মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ আব্দুল করিম, উপ-পরির্দশক শেখ আব্দুল বাতেন, মাদরাসার হেফজখানা কমিটির সভাপতি আলহাজ হোসাইন মুনিরী, বুড়িশ্চর জিয়াউল উলুম জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ আইয়ুব খান, এতিমখানা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ খোরদেুল আলম চৌধুরী।
বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মদ নুরুল আমিন, অধ্যক্ষ মাওলানা সৈয়দ আবু তাহের, অধ্যক্ষ জসিম উদ্দিন তৈয়্যবী, উপাধ্যক্ষ মোহাম্মদ উল্লাহ সিদ্দিকি, শাহাজাদা মোরশেদ রেজা, প্রভাষক মাওলানা আব্দুল মাবুদ, আ ন ম মঞ্জুর হায়দার সিদ্দিকি, মাওলানা জমির হোসেন কাদেরী, মাওলানা আব্দুন নুর, উপাধ্যক্ষ জাকের আহমদ সিদ্দিকী, উপাধ্যক্ষ সেলিম খান ইলিয়াছি, অধ্যক্ষ মাওলানা এস এম আইয়ুব বদরী, মোরশেদুল কাদেরী, মাওলানা ফরিদুল হক চৌধুরী, মাওলানা ইলিয়াছ ফারুকী, শিক্ষক নাছির উদ্দিন, রুহুল কাদের চৌধুরী, আবু হেনা মুহাম্মদ সৈয়দ নুর, তোফাজ্জল হোসেন, কারী ফরিদুল হক প্রমুখ।
Leave a Reply