রাউজানে মুহাম্মদীয়া আদর্শ মাদরাসায় শিক্ষক সংবর্ধনা

রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানের পশ্চিম গুজরা মুহাম্মদীয়া আদর্শ মাদরাসায় শিক্ষক সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের পুর্নমিলনী অনুষ্ঠান হয়েছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে এ উপলক্ষে মাদরাসা মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ইমতিয়াজ উদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন। শিক্ষক মাওলানা জয়নাল আবেদীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন আরিফ।

প্রধান আলোচকের বক্তব্য দেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, রাউজান প্রেস ক্লাব সভাপতি তৈয়ব চৌধুরী, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন, ইউপি সদস্য অজিত বিশ্বাস, মাদসারা পরিচালনা কমিটির সদস্য শামসুল আলম, এটি এম আবু তাহের, আবুল হাসেম, এম এ রহিম, ফরিদ আহমেদ, মো আবছার, ইমাম হাসান, সুপার মাওলানা আবদুস সবুর, হাসেমুর রশীদ, কাবিল হোসেন, এটিএম সালাহ উদ্দিন, জয়নাল আবেদিন, আবুল বশর, মো জাহাঙ্গীর, মো শহীদ, আবু তাহের, ফরিদ আনসারি, সাফাওযান আজহারি, সানাউল্লাহ ।

বক্তব্য দেন সংবর্ধিত শিক্ষক ও মাদরাসাটির তত্বাবধায়ক মাওলানা আব্দুস সবুর, শিক্ষক আব্দুর রাজ্জাক, মুহাম্মদ ইউছুপ প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *