এবার করোনায় মারা গেলেন ইরানের এমপি

বিশ্বজুড়ে মহামারী রূপ নিয়েছে প্রাণঘাতি করোনাভাইরাস। চীনের সীমান্ত ছাড়িয়ে এরইমধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এবার প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ইরানের সংসদ সদস্য। তার নাম মোহাম্মদ আলী রামাযানী দস্তক।

ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি জানায়, শনিবার সকালে হাসপাতালে মারা যান এই সংসদ সদস্য।

মোহাম্মদ আলী রামাযানী সম্প্রতি আস্তানা আশরাফীহের প্রতিনিধি হয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, করোনাভাইরাসে দেশটিতে এখন পর্যন্ত ৪৩ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৫৯৩ জন।

তবে ইরানের স্বাস্থ্য ব্যবস্থার কর্মকর্তারা বিবিসিকে বলেছেন, করোনাভাইরাসে সেখানে কমপক্ষে ২১০ জন মারা গেছেন।

নিহতদের বেশির ভাগই দেশটির রাজধানী তেহরানে এবং কোম শহরের।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *