আনোয়ারা প্রতিনিধি : খানকায়ে দরবারে আযম আনোয়ারা উপজেলা শাখার মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) বাদে আছর হতে উপজেলা মধ্য বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মাহফিলটি অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ মাহফিলে বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সোলেয়মানের সভাপতিত্বে,মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন উত্তর হালিশহর দরবারে আযমের পীর সাহেব হযরতুলহাজ্ব খাজা মুহাম্মদ ইসমাঈল হোছাইন আল কাদেরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্য বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ জসিম উদ্দীন।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মুহাম্মদ হোসেন সরকার,১নং বৈরাগ ইউনিয়ন শাহী জামে মসজিদের খতিব মাওলানা শহিদুল ইসলাম আল কাদেরী,বৈরাগ ইউনিয়ন শাহী জামে মসজিদের ইমাম মাওলানা দিদারুল ইসলাম আল কাদেরী।
মাহফিলের বক্তারা বলেন,রাসূল (সঃ) এর শান মর্যাদা সমুন্নত করেছেন স্বয়ং আল্লাহ পাক।নবী রাসূলগণ, সাহাবী ও অলি কেরামের শান মর্যাদা অক্ষুণ রাখা আমাদের সকলের ঈমানী দায়িত্ব। কুরআন সুন্নাহের আলোকে আল্লাহ ও রাসূল (সঃ) এর দেখানো পথে চললে সমাজ শান্তি প্রতিষ্ঠা হবে।