চবিতে ভারতের সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনকারীদের উপর উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সমর্থকদের সাম্প্রতিক হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ।

রোববার (১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার হয়ে বিভিন্ন অনুষদ ঘুরে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চবি সংসদের সাধারণ সম্পাদক আশরাফী নিতুর পরিচালনায় একটি প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চবি সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আবীর এইচ. তিতাস এবং সাংগঠনিক সম্পাদক প্রত্যয় নাফাক।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চবি সংসদের সভাপতি গৌরচাঁদ ঠাকুর বলেন, বর্তমান সরকার আসন্ন মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধান অতিথি করতে চলেছে। কিন্তু বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দেশের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের সাথে নিয়ে এই বাংলায় নরেন্দ্র মোদীর আগমনকে রুখে দেবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *