মুজিববর্ষে রাউজানে ১০০টি বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা হবে

রাউজান প্রতিনিধিঃ মুজিববর্ষে রাউজানে ৩৫ হাজার শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার ও দিনব্যাপী বিনামূল্যে বাস সার্ভিস দেয়া হবে।

১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হবে।একই দিন বঙ্গবন্ধুর ১০০টি ম্যুরাল উদ্বোধন,বিনামূল্যে চিকিৎসাসেবা ও মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

রোববার (১ মার্চ) বিকাল ৪ টায় উপজেলা প্রশাসন আয়োজিত মুজিববর্ষ উপলক্ষে প্রাক মুজিববর্ষে-প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল।উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওয়াহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ ও মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা।

প্রাক-প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র বশির উদ্দিন খান, প্যানেল মেয়র (২) জমির উদ্দিন পারভেজ, অধ্যক্ষ একেএম আব্দুর রশিদ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *