আল্লামা নুরুল ইসলাম হাশেমী হুজুরের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন রেজাউল করিম

ইমামে আহলে সুন্নাত হযরতুল আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমী (মা.জি.আ.)’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।

রবিবার (১ মার্চ) বাদে যোহর এম. রেজাউল করিম চৌধুরী হুজুরের কুলগাঁওস্থ বাস ভবনে গিয়ে সৌজন্যে সাক্ষাৎ পরবর্তী হুজুরের দোয়া নেন। এম. রেজাউল করিম চৌধুরী যেনো নির্বাচিত হয়ে চট্টগ্রামবাসীর সেবা করতে পারেন তার জন্য দোয়া ও মুনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বায়েজিদ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছগির, ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, আওয়ামী লীগ নেতা অধ্যাপক ড. মাসুম চৌধুরী, ২ নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব, ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু, আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মোঃ ইব্রাহিম, মহানগর ছাত্রনেতা মোঃ ইলিয়াছ উদ্দিন প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *