বুয়েট ভিসির পদত্যাগ দাবি শিক্ষক সমিতির

-সমিতি

বুয়েটের উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামকে পদত্যাগ আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি।

বুধবার (৯ অক্টোবর) আবরার হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সমাবেশ করেছে বুয়েট শিক্ষক সমিতি।

সমাবেশে শিক্ষকরা ভিসিকে পদত্যাগের আহ্বান জানান। এ সময় প্রায় ৩শ শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক সমিতির সভাপতি একে এম মাসুদ বলেন, একজন অদক্ষ উপাচার্যের কারণে আমরা আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান বুয়েটকে নষ্ট হতে দেব না।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমরা তোমাদের নিরাপত্তা দিতে পারিনি। আমরা অপরাধী। বুয়েট শিক্ষক সমাজ আবরারের বাবা মায়ের কাছে ক্ষমা প্রার্থী। হত্যার সঙ্গে যারা জড়িত সেই শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার করতে যাচ্ছি আমরা।

তিনি বলেন, ৩০০ জন শিক্ষকের সমন্বয়ে একটি মিটিং হয়েছে। সে মিটিং-এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এই বিষয়ে লিখিত সুপারিশ করবো।

এছাড়া বুয়েটে কোন শিক্ষক ও শিক্ষার্থী রাজনীতির সঙ্গে জড়িত হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *