খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গাছ কাটাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ চারজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাজিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ৪০ বিজিবির সিপাহী শাওন ও আলুটিলা বটতলী গ্রামের সাহাব মিয়া এবং তার ছেলে মো. আহাম্মদ আলী ও মজিদ। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া, ছেলে এবং স্বামীর মৃত্যুর খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দিন ভুঁইয়া জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করা হয়েছে।
Leave a Reply