সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড মডেল থানা পুলিশ মোঃ লোকমান নামের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার তাকে কুমিরাস্থ নিজের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত লোকমান উপজেলার কুমিরাস্থ নিউ রাজাপুর এলাকার মৃত জামাল উদ্দিনের পুত্র।
জানাযায়, গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে মডেল থানার এসআই জুলফিকার হোসেনের নেতৃত্ব পুলিশ তাকে গ্রেফতার করে। সে প্রায় ৮ বছর ধরে পালিয়ে থেকে অবশেষে আটক হয়।
এব্যাপারে এসআই জুলফিকার হোসেন বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী লোকমান অনেক বছর পালিয়ে ছিল। বেশ কিছু কৌশল অবলন্বন করে ৮ বছর পর তাকে গ্রেফতার করতে সক্রম হয়। ধৃত আসামী লোকমানসহ ৪জন কুমিরার বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী সুমন ধর নামক এক ব্যক্তিকে ২০০৫ সালে নির্মমভাবে হত্যা করে।
Leave a Reply