পৃথিবীর সকল প্রাণি বেঁচে থাকুক

‘পৃথিবীর সকল প্রাণি বেঁচে থাকুক’ এ প্রতিপাদ্যকে ধারণ করে চবিতে পালিত হয়েছে বন্যপ্রাণী উৎসব-২০২০।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ সংলগ্ন পুকুর পাড়ে এ উৎসব পালন করা হয়।

চবির প্রাণিবিদ্যা বিভাগ ও চবি বার্ড ক্লাবের যৌথ উদ্যোগে আয়াজিত এ বন্যপ্রাণি উৎসবের উদ্বাধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং বনভূমির পরিবেশ সুরক্ষায় বন্যপ্রাণি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের বাসযোগ্য এ সুন্দর পৃথিবীকে টিকিয়ে রাখতে বিলুপ্তপ্রায় বণ্যপ্রাণি সংরক্ষণসহ সকল বন্যপ্রাণি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, স্বভাবতই বন্যপ্রাণী অত্যন্ত নিরীহ। তাই সৃষ্টির সলসেরা জীব মানুষকে এদের প্রতি সদয় হতে হবে। একশ্রেণির অর্থলিপ্সু অবিবেচক মানুষ এদরকে নির্বিচারে হত্যা করার ফলে জীববৈচিত্র্য তথা প্রাণিকূল আজ বিলুপ্তির পথে। এখনই এর লাগাম টেনে ধরত না পারলে বন্যপ্রাণিরা অচিরেই হারিয়ে যাবে।

চবি প্রাণিবিদ্যা বিভাগর সভাপতি প্রফসর ড. শওকত আরা বেগম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিটাগং বার্ড ক্লাবের উপদেষ্টা ও প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোঃ ফরিদ আহসান। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফসর ড. মোহাম্মদ কামরুল হোসাইন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মোঃ এমদাদুল হক এবং চিটাগং বার্ড ক্লাবের উপদেষ্টা ডাঃ মহিউদ্দিন সিকদার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আরশাদ ও নুফরাত জাহান নাভা। অনুষ্ঠান চবি’র বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দুপুরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি। এছাড়া দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্য ছিল আন্তঃবিশ্ববিদ্যালয় ওয়াইল্ড রেইস, আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযাগিতা, চিত্রাংকন প্রতিযাগিতা এবং পুরস্কার বিতরণ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *