ফটিকছড়ি উপজেলাধীন সুন্দরপুর ইউপির আজিমপুর ফরেষ্টর দোকান এলাকা হতে মুহাম্মদ ইউনুস নামের এক যুবক হারিয়ে গেছে। তার বয়স আনুমানিক ৩৮ বছর। গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, মাথার চুল ছোট, শরীরের গঠন স্বাভাবিক।
সে গত ১ মার্চ রবিবার বিকেলে স্হানীয় আজিমপুর পাইন্দং বাজারে বাজার করতে গেলে নিখোঁজ হয়। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ। সম্ভাব্য সকল জায়গায় খুঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
এব্যাপারে ফটিকছড়ি থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে বলে জানিয়েছে। কোন সদয় ব্যক্তি তার সন্ধান পেলে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ করা যাচ্ছে। মোবাইল: 01817-767116;0186-6588482
Leave a Reply